রামুতে সাড়ে ৭ কোটি টাকার আইস উদ্ধার

রামু প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ৫:৪৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামু থেকে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে। গত ২৬ মার্চ বেলা সাড়ে ৩টার দিকে এই অভিযান চালানো হয়। রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) একটি টহল দল মরিচ্যা যৌথ চেকপোস্ট দিয়ে একটি টেক্সিকে গোয়ালীয়া নামক স্থানে থামিয়ে এক যাত্রীকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ৭ কোটি ৫২ লাখ টাকা মূল্যের ১ কেজি ৫০৪ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। আটক পাচারকারী উখিয়া ঠাই পালং মোহাম্মদ হোসাইনের পুত্র হেলাল উদ্দিন (২০)। আটক আসামিকে আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅনুকূল আবহাওয়া, আবারও পুরোদমে লবণ চাষ শুরু
পরবর্তী নিবন্ধডাম্পার চালককে আসামি করে মামলা, সার্জেন্ট প্রত্যাহার