রামগড়ে শোবার ঘর থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ৬:৪৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা এলাকা থেকে মা খালেদা আক্তার পিংকী (২৫) ও মেয়ে সালমা আক্তারের (৪) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী মো. সোলাইমান (২৯) পলাতক রয়েছেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি পাতাছড়া ইউনিয়নের মধুপুর এলাকার মোহাম্মদ জাহের মিয়ার ছেলে। নিহত পিংকি আক্তার একই এলাকার আব্দুল খালেক দুলালের মেয়ে। নিহতের ভাই ইমরান হোসেন সুজন বলেন, কয়েকদিন ধরে বোনের খবর না পেয়ে তাদের বাড়িতে আসি। তখন ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের খবর দেয়া হয়। তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে বোন এবং ভাগ্নির গলাকাটা লাশ কম্বলে মোড়ানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি।
রামগড় থানার ওসি মো. শামসুজ্জামান জানান, গত বৃহস্পতিবার রাতে স্বামী সোলাইমান তার স্ত্রী খালেদা আক্তার ও চার বছর বয়সী মেয়ে সালমা আক্তারকে খুন করে। পরে ঘরের দরজা তালাবদ্ধ করে সে পালিয়ে যায়। সোমবার স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর শোবার ঘরে লেপের ভেতর থেকে পুলিশ মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। ধারণা করছি পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী ও মেয়েকে খুন করে সোলাইমান। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামেও বাড়ছে শনাক্তের হার
পরবর্তী নিবন্ধরেলের জায়গায় সৌন্দর্যবর্ধন করতে আগ্রহী চসিক