রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে বার্ষিক উৎসব কাল শুরু

| সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:২৮ পূর্বাহ্ণ

রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৮তম জন্মতিথি ও বার্ষিক উৎসব কাল থেকে ৩ দিনব্যাপী চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের ১ম দিন মঙ্গলবার ভোর ৫টায় মঙ্গলারতি, বেদপাঠ ও ভজন, সকাল ৭টায় জপধ্যান ও প্রার্থনা, সকাল ৮টায় ঠাকুরের বিশেষ পূজা, ভোগ, হোম, সকাল ১০টায় রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং ভক্তিগীতি পরিবেশন, দুপুর ১টায় প্রসাদ বিতরণ। উল্লেখ্য, উৎসব চলাকালীন প্রতিদিন সন্ধ্যারতির পর সেবাশ্রম প্রাঙ্গণে বিষয় ভিত্তিক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা বরুমচড়ায় তিনদিনব্যাপী ধর্মীয় উৎসব সম্পন্
পরবর্তী নিবন্ধগায়েবী ধনের (ক.) ওরশ কাল