আনোয়ারা বরুমচড়ায় তিনদিনব্যাপী ধর্মীয় উৎসব সম্পন্

| সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:২৮ পূর্বাহ্ণ

আনোয়ারা বরুমচড়ায় সত্যনারায়ণ পীরগাছ সেবাশ্রম ও গীতা সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী গীতাপাঠ, গীতাপাঠ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব গত ১৬ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। গীতাপাঠের মাধ্যমে উৎমবের আরম্ভ হয়। পরিবেশন করেন স্বামী সজলানন্দ গিরি মহারাজ। বিকালে সনাতনী সেবক সংঘের পরিচালনায় শুরু হয় গীতাপাঠ প্রতিযোগিতা। সন্ধ্যায় দীপাল এবং পরেশ চন্দ্র শীলের সঞ্চালনায় এবং ডা. মতিলাল শীলের সভাপতিত্বে ধর্মসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন করেন প্রেমাময়নন্দ ব্রহ্মাচারী, উদ্বোধক ছিলেন লায়ন দিলীপ কুমার শীল, বিশেষ অতিথি ছিলেন আজাদ সিকদার, রফিক আহমদ বাবলু, খোরশেদ আলম, আবছার তালুকদার, ইউপি সদস্য মো. ইউছুপ, মহিলা সদস্য রুমা আকতার। আরও বক্তব্য রাখেন সুধী রঞ্জন শীল, নেপাল শীল, কাযর্করী পরিষদের সভাপতি যদুরাম শীল, বিধান শীল প্রমুখ। পরের দিন ভোর থেকে শুরু হয় অষ্টপ্রহর মহানামযজ্ঞের আরম্ভ, ঠাকুরের পূজা, ভোগ আরতি এবং মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে সুন্দরভাবে সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাজা গরীবে নেওয়াজ (রহ.) মানুষের অন্তরে ঈমানের বাতি জ্বালিয়েছেন
পরবর্তী নিবন্ধরামকৃষ্ণ মিশন সেবাশ্রমে বার্ষিক উৎসব কাল শুরু