খাজা গরীবে নেওয়াজ (রহ.) মানুষের অন্তরে ঈমানের বাতি জ্বালিয়েছেন

বলুয়ার দিঘীর পাড় ওরশ মাহফিলে বক্তারা

| সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:২৭ পূর্বাহ্ণ

নগরীর বলুয়ার দীঘি পাড়স্থ খানকাহ্‌কাদেররিয়া তৈয়্যবিয়ার সম্মুখে হুজুর খাজা মঈনুদ্দীন চিশতী আজমিরী সঞ্জরীর (রহ🙂 ওফাত বার্ষিকী মাহফিলে বক্তারা বলেন, হুজুর রাসুলে করিম (.) ইশারায় ভারত উপমহাদেশে ইসলামের যে আলো নিয়ে এসেছিলেন তাই শত বছর ধরে পরস্পর বিপরীত মুখী চিন্তাচেতনায় মানুষকে একত্রিত করে সাম্য সম্প্রীতি সৌহার্দ্য প্রতিষ্ঠা করেছেন। কুরআন সুন্নাহর সঠিক চর্চা ও সুফীবাদের আদর্শ ধর্মবর্ণ সর্বশ্রেণির ধারে পৌঁছে দেওয়ার এক মহান দায়িত্ব পালন করে মানুষের অন্তরে ঈমানের বাতি জ্বালিয়ে দিয়েছিলেন গরীবে নেওয়াজ (রহ.)

খাজা গরীবে নেওয়াজ (রহঃ) ওরশ উদ্‌যাপন কমিটির উদ্যোগে গত ১৮ ফেব্রুয়ারি নুর আহমেদ পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক মাওলানা আবুল হাশেম শাহ্‌। ওরশ কমিটির প্রতিষ্ঠিতা সভাপতি ছাবের আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ও ওরশ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আহমদ ইমু, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহানগর সদস্য মুহাম্মদ জানে আলম, আব্দুল মান্নান, নুর ইসলাম, আল বেনুর নাহিন, মাওলানা সাকেরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিশ্চিহ্ন পরিবার ও এক ছোট্ট শিশুর বেঁচে থাকার গল্প
পরবর্তী নিবন্ধআনোয়ারা বরুমচড়ায় তিনদিনব্যাপী ধর্মীয় উৎসব সম্পন্