রাফায় অভিযান নিয়ে মার্কিন উদ্বেগ আমলে নেবে ইসরায়েল

| বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ১১:২৪ পূর্বাহ্ণ

ইসরায়েল জনাকীর্ণ রাফায় তাদের পরিকল্পিত অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগকে আমলে নেবে। হোয়াইট হাউস সোমবার একথা জানিয়েছে। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় যুদ্ধে বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি ফিলিস্তিনী আশ্রয় নিয়েছে। রাফায় ইসরায়েলের স্থল অভিযানের পরিকল্পনা এবং গাজায় ব্যাপক বেসামরিক প্রাণহানি নিয়ে ইসরায়েলের সাথে তার মূল সমর্থনকারী যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের প্রেক্ষিতে হোয়াইট হাউস এ খবর জানিয়েছে। খবর বাসসের।

এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের অংশগ্রহণে দু’ঘন্টার ভিডিও কনফারেন্সের আলোচনায় উভয়পক্ষ রাফা নিয়ে একটি গঠনমূলক কার্যক্রমে পৌঁছেছে। এতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র রাফায় অভিযান নিয়ে তাদের উদ্বেগ ব্যক্ত করেছে। ইসরায়েল উদ্বেগ আমলে নিতে সম্মত হয়েছে। ইসরায়েলের পক্ষে আলোচনায় অংশ নিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি এবং কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মার।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.৯৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধআটকা পড়া ২১ নাবিকের কী হবে?