রাজস্থলী-রাঙামাটি সড়কে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ১০

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৭:৩৩ অপরাহ্ণ

রাজস্থলী-রাঙামাটি সড়কে আজ রবিবার (২২ নভেম্বর) যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রী মারাত্মক আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দ্রঘোনা থানা সূত্রে জানা গেছে, রবিবার রাজস্থলী থেকে শাহ আমানত নামক একটি বাস (চট্ট-মেট্টো ০২-০৪-০১০২) রাঙামাটির দিকে যাওয়ার সময় কারিগর পাড়া এলাকার হাতিমারা নামক স্থানে একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ জন যাত্রী মারাত্মক আহত হন।
ঘটনার পরপর বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সেনা সদস্য এবং ডংছড়ি ৪১ বিজিবি’র সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করেন।
চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) সফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এই ঘটনায় রবিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। দুর্ঘটনার পর গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেলেও বাস এবং অটোরিকশা বর্তমানে থানা হেফাজতে রয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধপর্তুগালের গোল্ডেন ভিসার যুগ শেষ হতে চলেছে!
পরবর্তী নিবন্ধটেকনাফের সাবেক এমপি বদি এবার পেটালেন টেকনাফ প্রেসক্লাবের নির্মাণ প্রকৌশলীকে