রাজস্থলীতে ৩টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিল ভ্রাম্যমাণ আদালত

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:৪৫ পূর্বাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গত ১৩ মে সকাল-সন্ধ্যা পর্যন্ত রাজস্থলী উপজেলার তিনটি স্থানে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শান্তনু কুমার দাশ ও বন ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মনজুরুল ইসলাম। এ সময় অভিযানে কাঁচা ইটের স্তুপ স্কেভেটর দিয়ে ধ্বংস, চুল্লিগুলো পানি দিয়ে নেভানোর পাশাপাশি ভেঙে দেয় ভ্রাম্যমাণ আদালত।
রাজস্থলী উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ জানান, অবৈধভাবে ইটভাটায় ইট প্রস্তুত করার দায়ে এবং সরকারি নিয়ম বহির্ভূতভাবে ইটভাটাগুলো পরিচালনা করার অভিযোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রাজস্থলী উপজেলা প্রশাসন।
উপজেলায় ৩টি ইটভাটা তাইতং পাড়ায় কলেজের পাশে মেসার্স কর্ণফুলী ব্রিকস ওয়ার্ঙ, বড়ইতলা এলাকায় মেসার্স বর্ডার রোড ব্রিকস, বাঙ্গালহালিয়া কাকড়াছড়ি মেসার্স শাহ ব্রিকস ম্যানুফ্যাকচার বন্ধ ঘোষণা করার পাশাপাশি ইট পোড়ানোর চুল্লি প্রবৃত্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার কচুয়াইয়ে তিল চাষে এগিয়ে এলেন স্থানীয় কৃষক
পরবর্তী নিবন্ধজাতীয়তাবাদী শক্তির ঐক্যের বিকল্প নেই