রাঙ্গুনিয়া নির্বাচনী মাঠে ম্যাজিস্ট্রেট

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আইন-শৃংঙ্খলা পরিস্থিতি ও আচরণবিধি পর্যবেক্ষণে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসনের মোবাইল টিম। নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমানের নেতৃত্বে নির্বাচনী মাঠে নেমেছেন সহকারী কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী। এসময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হওয়ায় পৌরসভার বিভিন্ন স্থানে সাঁটানো প্রার্থীদের প্রায় অর্ধশত সাদাকালো ও রঙিন ব্যানার, পোস্টার অপসারণ করেন।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, আচরণবিধির লঙ্ঘন ঠেকাতে নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। আচরণবিধি ভঙ্গ করলে কারাদণ্ড, জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। যারা আচরণবিধি ভাঙবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমতিউর রহমান শাহ’র ৫৭তম ওরশ আজ
পরবর্তী নিবন্ধরাউজানে চিকিৎসা ক্যাম্প নিয়ে মতবিনিময়