রাঙ্গুনিয়া থেকে শিয়াল ধরে এনে মাংস বিক্রি

আমিন কলোনিতে দুই ভাই আটক

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৫:২৫ পূর্বাহ্ণ

নগরীর আমিন জুট মিল এলাকার আমিন কলোনি থেকে শিয়ালের মাংস বিক্রির সময় ২ ভাইকে আটক করেছে বনবিভাগ। তারা রাঙ্গুনিয়া থেকে শিয়ালটি ধরে এনেছিল। গতকাল রোববার বিকাল ৪টার দিকে বিভাগীয় বন কর্মকর্তা, ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন মোহাম্মদ ইসমাইল ও মো. আজিজ।
বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ক্রেতা সেজে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। একইসঙ্গে তাদের কাছ থেকে ২ কেজি ১৩৪ গ্রাম কাঁচা মাংস জব্দ করা হয়েছে। তারা ১০০ গ্রাম ১০০ টাকা ধরে প্রতি কেজি শিয়ালের মাংস এক হাজার টাকায় বিক্রি করছিলো। সেসময় তাদের কাছ থেকে একটি শিয়ালের চামড়াও উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ৬ ও ৪১ ধারা অনুযায়ী বন্যপ্রাণী হত্যা শাস্তিযোগ্য অপরাধ। শিয়াল হত্যা এবং মাংস বিক্রির অপরাধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী বন আদালতে তাদের নামে আগামীকাল মামলা করা হবে। সব প্রসিউডিউর শেষ। তাদেরকে বায়েজিদে বোস্তামী থানা হেফাজতে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগ্যাস অনুসন্ধান ও উত্তোলন বিষয়ে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি চাই
পরবর্তী নিবন্ধনিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবি