রাঙ্গুনিয়ায় ২২শ মুরগির বাচ্চাসহ পুড়ল ৯ বসতঘর

পৃথক অগ্নিকাণ্ড

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ২২শ’ মুরগির বাচ্চাসহ পুড়েছে ৯টি বসতঘর। গত মঙ্গলবার রাতে উপজেলার মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ি এবং লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি হাজী শফির নতুন বাড়িতে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। ওই ঘরে বসবাস করতেন মো. ইসমাঈল, মো. ইলিয়াছ, মো. ইদ্রিছ, মো. ইসহাক ও মো. ইউনুস নামে ৫ ভাইয়ের পরিবার। এর মধ্যে আগুনে ইউনুস মিয়ার মালিকানাধীন মুরগির খামারে ২২শ বাচ্চা পুড়ে গেছে।
এদিকে স্থানীয় বাসিন্দা জগলুল হুদা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে লালানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলামিয়াপাড়া এলাকায় পৃথক একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় আব্দুল লতিফ, আব্দুল খালেক, জসিম উদ্দিন ও কামরুন নাহার বেগমের ৪টি বসতঘর পুড়ে গেছে। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দুটি স্থানে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পূর্ববর্তী নিবন্ধআবদুল খালেক চৌধুরী
পরবর্তী নিবন্ধপটিয়ায় প্রার্থীদের জমজমাট প্রচারণা