রাঙ্গুনিয়ার ৩৫০ দরিদ্র পরিবার পেল ত্রাণ সহায়তা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১১ জুলাই, ২০২১ at ৫:২১ পূর্বাহ্ণ

লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া রাঙ্গুনিয়ার ৩৫০টি দরিদ্র পরিবার ত্রাণ সহায়তা পেয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে এসব সহায়তা দেন শিলক ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ পারভেজ। গতকাল শনিবার শিলক কুদ্দুছ মার্কেট এলাকায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুন্নবী সওদাগর। সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. খালেদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিলক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার, মোরশেদ মাহমুদ, আবদুর রউফ মাস্টার, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, মাওলানা আনাচ মাদানী, জসিম উদ্দিন তালুকদার, এমরুল করিম রাশেদ, এম এ মান্নান চৌধুরী, জাহাঙ্গীর আলম, শামসুদ্দোহা সিকদার আরজু, মো. ইউনুচ, ফয়েজ আহাম্মদ, মোহাম্মদ সেলিম, আহসান হাবীব, শফিউল আলম, মাহমুদুল হাসান বাদশা, খোরশেদ আলম সুজন, সাঈদ মাহমুদ রণি, পারভেজ তালুকদার, ওসমান তালুকদার, মোল্লা নাসির, প্রণব দে প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ৩৩৩ নম্বরে কল পেয়েই খাবার পৌঁছে দিলেন বোয়ালখালীর ইউএনও
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে চাঁদাবাজ দলের ৪ সদস্য গ্রেপ্তার