রাঙ্গুনিয়ায় জোড়া খুন মামলার আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় জোড়া খুনসহ একাধিক হত্যা, পুলিশের সাথে গোলাগুলি ও ডাকাতির প্রস্তুতি মামলার এজহারভুক্ত আসামি মো. রাসেলকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার রাসেল উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল গ্রামের চেয়ারম্যান বাড়ি এলাকার মো. মফিজের ছেলে। বৃহস্পতিবার বিকালে তাকে রাউজানের পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল ফরাজ জুয়েল জানান, গ্রেপ্তার রাসেল সরফভাটা এলাকার আমির হোসেন (৬৫) ও তার স্ত্রী জুলেখা বেগম (৫৫) খুনের মামলায় ৮ নং এজাহারভুক্ত আসামি। এছাড়া সরফভাটায় মায়ের সামনে গুলি করে খুন হওয়া মোজাহের, পদুয়ার মহিষের বাম এলাকায় ঘরে ঢুকে গুলি করে হত্যার শিকার হওয়া এনাম হত্যা মামলাতেও চার্জশিটভুক্ত আসামি রাসেল। তার বিরুদ্ধে পুলিশের সাথে গোলাগুলি এবং ডাকাতির প্রস্তুতি মামলায় আরও পৃথক দুটিসহ মোট ৫টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদেরও গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক
পরবর্তী নিবন্ধমীরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী