রাঙামাটির বিলাইছড়িতে আগুন

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ২৭ মার্চ, ২০২৪ at ৮:৫০ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা সদরে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) এলাকায় আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাছড়িতে ফায়ার সার্ভিসের কার্যক্রম না থাকায় স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জেনারেটরের সহায়তায় পাইপ লাইনের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানোর কাজ চালায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৈদ্যুতিক সর্ট সার্কিট হতেই আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা। আগুনের ঘটনায় কয়টি ঘর বাড়ি পুড়েছে সেটি এখনো জানা যায়নি।

বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা বলেন, বিলাইছড়ি বাজারের নিচে হাসপাতাল এলাকায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কয়টি বসতবাড়ি পোড়া গেছে এখনো অনিশ্চিত পারিনি

পূর্ববর্তী নিবন্ধমেয়েকে ধ’র্ষণের দায়ে বান্দরবানে সৎ পিতার যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে আবারও পুকুরে ভেসে উঠলো শিশুর লাশ