রাঙামাটিতে সীমান্ত সড়কে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ৭:১৬ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে সোহেল (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে রাজস্থলী থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজস্থলী উপজেলা হতে ফারুয়া হয়ে সীমান্ত সড়কের কাজ চলছে। ঐ সীমান্ত সড়কে কাজ করছিলেন সোহেল।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয়রা একজন শ্রমিকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সাথে সাথে সেনাবাহিনীসহ ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিকভাবে তদন্তে ধারণা করা হচ্ছে কোনো ভারী যানবাহনের সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পেয়ে তিনি মারা গেছেন।”
সোহেল নোয়াখালী জেলার উত্তর লামসি গ্রামের কবিরহাট থানার বাসিন্দা মৃত জজ মিয়ার ছেলে। তিনি সীমান্ত সড়কের ঠিকাদার আলমগীরের অধীনে কাজ করছিলেন বলে জানা গেছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানান ওসি মফজল।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধসাবেক কাউন্সিলর ফরিদ আহম্মেদকে দেখতে গেলেন সাবেক মেয়র নাছির উদ্দীন