রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকায় সাইন বোর্ড স্থাপন

পাহাড় ধস মোকাবেলা

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ মে, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

রাঙামাটিতে পাহাড় ধস মোকাবেলার লক্ষ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় সাইনবোর্ড স্থাপন করেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার বিকেলে শহরের রুপনগর ও শিমুলতলী এলাকায় সাইনবোর্ড স্থাপন ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, পৌর কাউন্সিলর রবি মোহন চাকমাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, প্রতি বর্ষায় রাঙামাটিতে পাহাড় ধসের আতংক তৈরি হয়। তাই আসন্ন সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে শহরের ৩১টি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এছাড়াও উদ্ধার তৎপরতার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি, প্রধান সড়কসহ জেলার সবকটি রাস্তা মেরামত ও সংস্কার করতে সংশ্লিষদের বলা হয়েছে।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, ২০১৭ সালের ১৩ জুন পাহাড় ধসে ৫ সেনা সদস্যসহ ১২০ জনের প্রাণহানি হয়। ভবিষ্যতে যাতে সে ধরনের মানবিক বিপর্যয় না ঘটে, সেজন্য পূর্ব সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদুই তেল কোম্পানির ৩ কর্মকর্তা সাসপেন্ড
পরবর্তী নিবন্ধবান্দরবানে রোয়াংছড়িতে আগুনে পুড়ল ৭০ বসতঘর