রাখাইনে পরিবেশ তৈরি করুন আন্তর্জাতিক মহলকে মোমেন

| মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ৫:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশকে নির্দেশনা না দিয়ে আন্তর্জাতিক সমপ্রদায়ের মিয়ানমারের রাখাইনে গিয়ে রোহিঙ্গাদের ফেরার পরিবেশ তৈরি করা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যযকর পদক্ষেপ না নিয়ে মিয়ানমারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর কথা তুলে ধরে তাদের সমালোচনা করেন তিনি। গতকাল সোমবার ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর উপস্থিতিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে জড়িত আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত (রোহিঙ্গাদের ফেরানোর কাজে) এগিয়ে আসা। আমাদেরকে নির্দেশনা না দিয়ে তাদের উচিত রাখাইন রাজ্যে যাওয়া এবং মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরানোর জন্য সহায়ক পরিবেশ তৈরি করা। তাদের উচিত মিয়ানমারের সঙ্গে বেশি করে যুক্ত হওয়া। খবর বিডিনিউজের।
২০১৭ সালের ২৫ অগাস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে ছিল আরও চার লাখ রোহিঙ্গা। আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি। গত বছর দুই দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও রাখাইন রাজ্যের পরিবেশ নিয়ে শঙ্কার কথা তুলে ধরে ফিরতে রাজি হননি রোহিঙ্গারা। এমন অবস্থায় রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে রোহিঙ্গা নারীদের স্বার্থে হলেও উদ্যোগী হওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো এবং ঢাকায় সুইজারল্যান্ড, সুইডেন ও মালদ্বীপের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধভূগোলের গোল
পরবর্তী নিবন্ধফখরুলকে কাদের সেই ‘ভয়ঙ্কর শক্তি’র পরিচয় প্রকাশ করুন