রাউজান পৌর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালানো যাবে না

ত্রি হুইলার চালকদের সমাবেশে পৌর মেয়র

রাউজান প্রতিনিধি | শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, পৌর এলাকার রাস্তাঘাট নিরাপদ রাখতে ত্রি হুইলার যানবাহনসমূহকে শৃঙ্খলার মধ্যে আনা জরুরি। এখন থেকে রিকশা, অটোরিকশার মত যানবাহনকে যত্রতত্র পার্কিং করতে দেয়া হবে না। ব্যাটারি চালিত রিকশা চালানো যাবে না।
গত মঙ্গলবার তিনি পৌর এলাকার ত্রিহুইলার চালকদের এক সমাবেশে এ ঘোষণা দেন। মেয়র বলেন, রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী সবক্ষেত্রে সবকিছুতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। এখন হাত দিয়েছেন যানবাহনের শৃঙ্খলার দিকে। তার নির্দেশনায় এই উপজেলা ও পৌর এলাককে আধুনিক ও মডেল উপশহর গড়তে এই সেক্টরে হাত দিতে হচ্ছে। তিনি বলেন, পৌরসভার সকল রিকশা চালকদের বিনামূল্যে নির্দিষ্ট ড্রেস প্রদান করা হবে, পৌরসভা থেকে নম্বর প্লেইট সংযোজন ও রিকশা চালকদের লাইসেন্স প্রদান করা হবে। তিনি সমাবেশে উপস্থিত চালকদের একটি করে ছাতা উপহার দেন। আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর জানে আলম জনি, পৌরসভার প্রকৌশলী ওয়াশিম আকরাম, সার্ভেয়ার সোহেল, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মিজানুর রহমান, তৌহিদুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমোটরসাইকেল চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসুস্থতাগামী মাদকাসক্তদের মাঝে আর্থিক সহায়তা