সুস্থতাগামী মাদকাসক্তদের মাঝে আর্থিক সহায়তা

| শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরে বসবাস করা সুস্থতাপ্রাপ্ত মাদকনির্ভর ব্যক্তিদের সমাজের মূলস্রোতে ফিরতে সহায়তা করে যাচ্ছে কারিতাস চট্টগ্রাম অঞ্চলের স্মাইল (রিইন্টিগ্রেশন) প্রকল্প। মাদকনির্ভর ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের কাউন্সেলিং, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণসহ তাদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনায় অর্থ সহায়তা দেওয়া সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে প্রকল্পটি।
এরই ধারাবাহিকতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিলনায়তনে একটি অনুষ্ঠানের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করা হয়। অনাড়ম্বর উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক মুজিবুর রহমান পাটোয়ারী। প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা দেবব্রত পালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের সহকারী পরিচালক সৌমেন মন্ডল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দার সহকারী পরিচালক মারজিয়া আফরোজ, চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজিমউদ্দীন, শফিউল আজম হিরো, রাশেদুল আলম খোকন, সাদাত দস্তগীর রিকভারি, সৌমেম চৌধুরি অরুপ, একেএম ইকবাল হোসেন, শাহরিয়ার হোসেন শিমুল, আব্দুল জলিল ও সুরেশ দাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান পৌর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালানো যাবে না
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ১৪ দিনেও খোঁজ মেলেনি স্কুল শিক্ষার্থীর