রাউজানে ভেজাল ঘি তৈরির কারখানা

কারিগর আটক

রাউজান প্রতিনিধি | সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাউজানে একটি ভেজাল ঘি তৈরির কারখানার সন্ধান মিলেছে। এতে অভিযান চালিয়ে মো. আক্কাস নামে এক কারিগরকে আটক করা হয়েছে। গতকাল রোববার বিকাল ৫টায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঊনসত্তর পাড়া এলাকার মোনাফ কলোনিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশদর্শী চাকমা। তার সঙ্গে ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রোকন উদ্দিন। অভিযানে ভেজাল ঘি, উৎপাদনের বিভিন্ন ক্যামিকেল, ঘি বাজারজাতকরণের নকল লেবেলযুক্ত কৌটাসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। ভেজাল ঘি তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগর মো. আক্কাসকে আটক করা হয়।
এই প্রসঙ্গে রাউজান উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশদর্শী চাকমা বলেন, ভেজাল ঘি তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ঘি এবং ঘি তৈরির সরঞ্জাম জব্দ করে আগুনে ধ্বংস করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধফকির তালুক সমাজ কল্যাণ পরিষদের সভা
পরবর্তী নিবন্ধপটিয়া গৈড়লা সূর্যসেন সড়ক সংস্কার কাজ উদ্বোধন