ফকির তালুক সমাজ কল্যাণ পরিষদের সভা

| সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

চলমান কোভিড-১৯ মহামারিতে আকবরশাহ্‌ থানাধীন ফকির তালুক সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে করোনা রোগীদের সকল প্রকার সেবা সহায়তা ও বিনা মূল্যে অক্সিজেন প্রদান এবং করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির দাফন সৎকার সংক্রান্ত সেবা চালু উপলক্ষে গত ১২ এপ্রিল সংগঠনের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এসব তথ্য প্রদান করেন পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। সংগঠনের সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জহুরুল আলম জসীম। প্রধান বক্তা ছিলেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এরশাদ মামুন। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব নিয়াজ আহমদ, আলহাজ্ব মাহবুবুল আলম, মো. লোকমান খান, আলহাজ্ব আবদুল খান, মো. শামসু উদ্দিন কোম্পানী, মো. আবদুর রশিদ, আলহাজ্ব আমানত খান, আলহাজ্ব মীর আহমদ, আলহাজ্ব আবদুর রহিম, মো. ইদ্রিছ মিয়া, মো. ইসমাইল মিয়া, হাজী জামাল উদ্দিন, মো. বাবুল হক, দিদারুর রহমান, শাহজাদা মো. আশরাফুল আলম, মনির আহমদ সোহেল, এরশাদুর রহমান রাজু, জাহাঙ্গীর আলম, ইমতিয়াজ আহমদ, এরশাদ বালা, শাহজান খান, শাহাবুদ্দিন, আবু জাফর সাদেক, মো. আফছার, ইমরান, রাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাছুরের পা বেঁধে পুকুরে ফেলে হত্যা
পরবর্তী নিবন্ধরাউজানে ভেজাল ঘি তৈরির কারখানা