রাউজানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেয়া হলো জীবাণুনাশক ওষুধ

রাউজান প্রতিনিধি | বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

করোনাবাহী জীবাণু ও নানা জাতের মশাসহ বিষাক্ত পতঙ্গের বংশবিস্তার রোধে রাউজান পৌরসভার প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে এখন থেকে স্প্রে মেশিনে ওষুধ ছিটানো হবে। কর্মসূচির আওতায় গত সোমবার পৌরসভা থেকে শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে জীবানুনাশক স্প্রে মেশিন ও ওষুধ দিয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র জমির উদ্দিন পারভেজ। ভার্চ্যুয়াল পদ্ধতিতে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন এলাকার সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী। অনুষ্ঠানে পৌরসভার ৯টি ওয়ার্ডের শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধিরাসহ উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বশির উদ্দিন খাঁন, জানে আলম জনি, শওকত হাসান, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, দিপলু দে দিপু, আবু ছালেক, সাখাওয়াত হোসেন পিবলু, অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ, মনির হোসেন, বেলাল হোসেন সিফাত, মোহাম্মদ এরশাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় সাড়ে পাঁচ হাজার পরিবারে হুইপের ইফতার
পরবর্তী নিবন্ধসরকারি সহযোগিতা থেকে হতদরিদ্র কোনো পরিবার বাদ যাবে না