পটিয়ায় সাড়ে পাঁচ হাজার পরিবারে হুইপের ইফতার

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর উদ্যোগে এবং পটিয়া ফাউন্ডেশনের সৌজন্যে সাড়ে ৫ হাজার পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামে এসব ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হুইপ সামশুল হক চৌধুরী। এসময় হুইপ বলেন, প্রথম দফায় পটিয়ার সাড়ে ৫ হাজার পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হচ্ছে। দ্বিতীয় দফায় আরো সাড়ে ৫ হাজার পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হবে।
উপজেলার ১৭ ইউনিয়ন ও ১টি পৌরসভার লোকজনের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল- তেল, চিড়া, আটা, ময়দা, চিনি, আলু, ছোলা। ১৮টি পিকআপে এসব ইফতার সামগ্রী প্রতিটি ইউনিয়নে পৌঁছে দেয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আ. লীগ সভাপতি আকম সামশুজ্জমান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, চট্টগ্রাম চেম্বর অব কমার্সের পরিচালক নাজমূল করিম চৌধুরী শারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, জেলা আ. লীগ নেতা দেবব্রত দাশ দেবু, রাশেদ মনোয়ার, উপজেলা আ. লীগ নেতা আবদুল খালেক, আলমগীর খালেদ, এম এ এজাজ, ইঞ্জিনিয়ির এস এম মোরশেদ উল্লাহ, এড. দিপক কুমার শীল, মুজিবুল হক চৌধুরী নবাব, আজিমুল হক, এম হোসাইন রানা, পৌরসভা আ. লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএএনএ নাছির, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে আগুনে পুড়ল বন বিভাগের বাগান
পরবর্তী নিবন্ধরাউজানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেয়া হলো জীবাণুনাশক ওষুধ