রাউজানে আশ্রয়ণ প্রকল্পের ৫৯ বাসিন্দা পেল খাদ্য সহায়তা

রাউজান প্রতিনিধি | শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৮:১৭ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের দইল্যা টিলা, ডাবুয়া ইউনিয়নের বটতইল্যা টিলায় পুনর্বাসন করা ৫৯টি ভূমিহীন পরিবারে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল ও নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বসবাসকারীদের হাতে এসব সহায়তা তুলে দেন।
এসময় উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল বলেন, করোনার প্রাদুর্ভাব বেড়ে গিয়ে প্রতিদিন মানুষ মরছে। সংক্রমিত হয়েছে লাখো মানুষ। এসময় সকলকে বাধ্যতামূলকভাবে ঘরে অবস্থান ও প্রয়োজনে বাইরে যেতে হলে মাস্ক পরতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, এখানকার বাসিন্দাদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী সবসময় সবার খোঁজ খবর রাখছেন। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম, স্থানীয় চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা রুনু ভট্টাচার্য্য প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদীঘিনালায় সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ঢলে ক্ষতিগ্রস্ত ৩৫০ ব্যক্তির মাঝে চাল বিতরণ