দীঘিনালায় সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৮:১৬ পূর্বাহ্ণ

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে চলছে কঠোর লকডাউন। এ পরিস্থিতিতে দীঘিনালায় একশ’ কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।
শুক্রবার সকালে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে উপজেলার মেরুং ইউনিয়নের গুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্ত পাহাড়ি এবং বাঙালি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে জনপ্রতি ৫ কেজি চাল,১ কেজি ডাল,১ কেজি তেল,১ কেজি আলু,১ কেজি পেয়াজ,৫০০ গ্রাম চিনি ও ৫০০ গ্রাম লবণ প্রদান করা হয়।
দীঘিনালা জোনের ক্যাপ্টেন সিয়াম আহমেদ বলেন, করোনা মহামারির মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দীঘিনালা জোনের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকরোনা রোগীর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে
পরবর্তী নিবন্ধরাউজানে আশ্রয়ণ প্রকল্পের ৫৯ বাসিন্দা পেল খাদ্য সহায়তা