বাঁশখালীতে ঢলে ক্ষতিগ্রস্ত ৩৫০ ব্যক্তির মাঝে চাল বিতরণ

মুজিবুর রহমান সিআইপির উদ্যোগ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৮:১৭ পূর্বাহ্ণ

বাঁশখালী পৌরসভায় অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার পৌরসভার জলদী বড় মাদ্রাসা প্রাঙ্গণে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মুজিবুর রহমান সিআইপির পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে এসব চাল বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, আওয়ামী লীগ নেতা অ্যাড. আলমগীর কবির, পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেন, সাংবাদিক রাহুল দাশ নয়ন ও মহিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল গফুর বলেন, করোনাকালীন অসহায় ও মেহনতি মানুষের পাশে রয়েছে আওয়ামী লীগ। কারণ মানুষের পাশে থাকাই আওয়ামী লীগের লক্ষ্য। একই উদ্দেশে কাজ করে যাচ্ছে মরহুম মাস্টার নজির আহমদ পরিবার। তাদের এ উদ্যোগ প্রশংসনীয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে আশ্রয়ণ প্রকল্পের ৫৯ বাসিন্দা পেল খাদ্য সহায়তা
পরবর্তী নিবন্ধএই করেছো ভালো নিঠুর হে !