রাউজানে অটিজম হোম ও বৃদ্ধাশ্রমের স্থান পরিদর্শন

মা ও শিশু হাসপাতাল ইসি কমিটি

রাউজান প্রতিনিধি | শনিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের (চমাশিহা) চলমান আটটি সেবামূলক প্রতিষ্ঠানের সাথে আরো দুটি নতুন প্রতিষ্ঠান যুক্ত হতে যাচ্ছে। নতুন দুটি প্রতিষ্ঠানের নামকরণ করা হচ্ছে চমাশিহা সায়মা ওয়াজেদ অটিজম ইনস্টিটিউট এন্ড হোম ও চমাশিহা বঙ্গমাতা ফজিলাতুনেছা বৃদ্ধনিবাস। রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে চমাশিহা প্রতিষ্ঠান দুটি করছেন। চমাশিহা ইসি কমিটির জেনারেল সেক্রেটারী রেজাউল করিম আজাদ বলেছেন, চমাশিহা বহুমুখি সেবা প্রতিষ্ঠান গড়ে আত্মমানবতার সেবায় অবদান রাখতে চান। চমাশিহা ইসি কমিটির কর্মকর্তাগণ গতকাল শুক্রবার দুটি প্রতিষ্ঠান নির্মাণের স্থান পরিদর্শন করেছেন। প্রতিষ্ঠান দুটি গড়ার মূল উদ্যোক্তা রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী প্রকল্প এলাকায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ইসি কমিটির কর্মকর্তাদের স্বাগত জানান। এ সময় তিনি বলেন, রাউজানকে মনের রঙে সাজিয়ে তোলাই আমার স্বপ্ন। ইতোমধ্যে প্রায় সব স্বপ্ন আমি একে একে বাস্তবায়ন করেছি। বাকি আছে একটি মেডিকেল কলেজ গড়ার কাজ। চমাশিহা পরিদর্শক দলে ছিলেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ডা. প্রফেসর তাহের খান, চেম্বার সভাপতি মাহবুল আলম, ভাইস প্রেসিডেন্ট ডা. সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ভাইস প্রেসিডেন্ট ডা. পারভেজ ইকবাল শরীফ, ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী জাবেদ আবসার চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী ডা. কামরুন নাহার দস্তগীর, জয়েন্ট ট্রেজেরার এস এম কুতুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছগির, অধ্যক্ষ ডা. এম. ছানাউল্লাহ, স্থপতি আসিক ইমরান, বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মাহমুদ এ চৌধুরী আরজু, নির্বাহী সদস্য ডা. ফজল করিম বাবুল, আলমগীর পারভেজ, মোহাম্মদ হারুন ইউছুপ, খায়েজ আহমদ ভুঁইয়া, উপরিচালক মোশারফ হোসেন, ডা. আশরাফুল করিম, ডা. কামাল হোসেন জুয়েল, ডা. এস এম কুতুব উদ্দিন, ডা. মোহাম্মদ ছগির, ডা, কামরুন নেছা। আরও উপস্থিত ছিলেন মেয়র জমির উদ্দিন পারভেজসহ কয়েকজন ইউপি চেয়ারম্যান। সাংসদ ফজলে করিম চৌধুরী প্রতিষ্ঠান দুটির জন্য দুই একর জায়গা দিচ্ছেন। একই সাথে তিনি আর্থিক সহায়তায় প্রদান করছেন।

পূর্ববর্তী নিবন্ধআর্থ্রাইটিস : হাঁটু ব্যথা ও হাঁটু প্রতিস্থাপন
পরবর্তী নিবন্ধ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল