রাউজানকে করেছি শান্তি ও সমৃদ্ধির জনপদ : এমপি ফজলে করিম

রাউজান প্রতিনিধি | সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

দক্ষিণ রাউজানের গঙ্গা মন্দিরে বারুনী স্নান ও মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন গঙ্গা মন্দিরের এই অনুষ্ঠান থেকে ফুটে উঠেছে অসম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। এখানে সনাতন ধর্মাবলম্বিদের অনুষ্ঠান হলেও এসেছেন সকল ধর্মবর্ণের মানুষ। তিনি বলেন, আড়াই যুগের বেশি সময় আগে রাউজানবাসী সাম্প্রদায়িক শক্তির ছড়ানো বিষবাষ্পে আক্রান্ত ছিল। ৯৬ সাল থেকে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে তাদের পরাস্ত করেছি। রাউজানকে পরিণত করেছি শান্তি ও সমৃদ্ধির জনপদে। রাউজান এখন অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসীদের নিরাপদ আবাসস্থল। তিনি সকলকে সতর্ক করে বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে পরাজিত শক্তি নানামুখি ষড়যন্ত্রের জাল বুনছে। তাদের যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

গতকাল কয়েক হাজার নর নারী এই মন্দিরের খালে বারুনী স্নান সেরে মহানামযজ্ঞে যোগ দেয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি পূজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি প্রসাদ নিতে বসা নারীদের লাইনে গিয়ে নিজ হাতে প্রসাদ বিতরণ করেন। মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রকাশ শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারি সুপার মোহাম্মদ হুমায়ুন, ওসি আবদুল্লাহ আল হারুন, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, পুর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দীন, পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া, রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে, উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক তপন দে প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইপিজেডগুলোতে রপ্তানির পরিমাণ অতীতের রেকর্ড ছাড়িয়েছে
পরবর্তী নিবন্ধমেট্রোরেল ব্যয়বহুল, বিকল্প ব্যবস্থা খোঁজার তাগিদ