রশিতে ঝুলছিল মাথা, দেহ পড়েছিল মাটিতে

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ৮:৩৩ পূর্বাহ্ণ

রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়ন থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে লাশটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের ১ নম্বর আগরবাগান এলাকার জঙ্গল থেকে উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল সদর উপজেলার জীবতলী ইউনিয়নের ১ নম্বর আগরবাগান এলাকার জঙ্গলে যায়।

সেখানে গিয়ে দেখা যায়, একটি সরু গাছের মধ্যে রশিতে বিচ্ছিন্ন মাথা ঝুলছিল। এর নিচেই মাথা বিচ্ছিন্ন লাশটি পড়ে আছে। লাশের পাশে এক জোড়া জুতা ও হাতে একটি ঘড়ি রয়েছে। পুলিশের ধারণা, ২০২৫ দিন আগেই এ ঘটনা ঘটেছে। এতে করে লাশটি পচে গলার দিকে বিচ্ছিন্ন হয়ে দেহের বাকি অংশ মাটিতে পড়েছে। তবে লাশের নামপরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম বলেন, মাথা রশিতে ঝুলন্ত ও ডেড বডি নিচে পাওয়া গেছে। লাশটি ২০২৫ দিন আগের হতে পারে। এখনো পরিচয় পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধএকটু ভাবুন
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের কর্মোপযোগী করে গড়ে তুলতে পারলেই ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে