রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধিকারীদের আইনের আওতায় আনা হোক

| শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:০৮ পূর্বাহ্ণ

প্রতিবছর পবিত্র রমজান মাস আগমনের পূর্বেই নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করে রোজাদারদের ‘সেহরি ও ইফতার’ এ কষ্ট দেওয়া আমাদের সমাজের কিছু মুনাফাখোর ব্যবসায়ীদের অভ্যাসে পরিণত হয়েছে। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘কিয়ামতের দিন ব্যবসায়ীরা মহা অপরাধী হিসেবে উত্থিত হবে। তবে যারা আল্লাহকে ভয় করে, নেকভাবে সততা ও ন্যায়নিষ্ঠাকারী ব্যবসায়ী ব্যতীত’ ( তিরমিজি শরীফ ১২১০)। তবে ‘চোর না শুনে ধর্মের মর্মবাণী’। আপনি যতই কুরআনহাদীসের বয়ান করেন না কেন কিংবা রাষ্ট্রের আইনের ভয় দেখান না কেন , তারা কখনো কর্ণপাত করবে না।

এমতাবস্থায়, রাষ্ট্রের সৎ ও দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ করছি পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করে রোজাদারদের দুর্ভোগ সৃষ্টিকারী অতি মুনাফাখোর অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ যেন নেওয়া হয় ।

আবদুর রহিম

মতিয়ারপোল, কমার্স কলেজ রোড, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধগিরিবালা দেবী : ঔপন্যাসিক ও ছোটগল্পকার
পরবর্তী নিবন্ধআহারে জীবন!