রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে অভিযান

রেয়াজুদ্দিন বাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। গতকাল রিয়াজুদ্দিন বাজার ও ফলমন্ডিতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সাতটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সবুর স্টোরকে ৫ হাজার টাকা,

 

আলিফা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা, মিজান এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা, মায়েদা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা, আলী জেনারেল ট্রেডিংকে ১০ হাজার টাকা, এরাবিয়ান সুপার শপকে ১০ হাজার টাকা, জিহাদ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সকাল ১১ টা থেকে দুপুর তিনটা পর্যন্ত অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

অভিযানের সময় রিয়াজুদ্দিন বাজারের ফলের দোকান, খোঁজুরের দোকান, চালের দোকান, মুদির দোকান, এবং সবজির বাজারে জিনিস পত্রের ক্রয় ও বিক্রয় মূল্যে অসঙ্গতি আছে কিনা তা দেখা হয়। এছাড়া রমজানে অধিক ব্যবহৃত সেমাইয়ের দোকানে তদারকি করা হয়। এতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই রাখার

প্রমাণ পাওয়া গেলে অনেগুলো সেমাই নষ্ট করা হয়। এছাড়াও রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবাধ সরবরাহ সকল পণ্যের মূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে নগরীর স্টেশন রোডে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ ফলমূল ও খেজুরের আড়ত বাজারে মনিটরিং টিম বিশেষ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নির্ধারিত মূল্যের বাইরে বিক্রিসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসনসূত্র

জানায়, অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর টিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভোগ্যপণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে গত বুধবার নগরীর খাতুনগঞ্জ বাজারে অভিযান চালানো হয়।

পূর্ববর্তী নিবন্ধমডার্ন স্টিল মিলসকে ৪৬১ কোটি টাকা ৬ মাসের মধ্যে পরিশোধের আদেশ
পরবর্তী নিবন্ধদুবাইয়ে নজরদারিতে আরাভ খান