মডার্ন স্টিল মিলসকে ৪৬১ কোটি টাকা ৬ মাসের মধ্যে পরিশোধের আদেশ

চট্টগ্রাম অর্থঋণ আদালতের রায়

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

সোনালী ব্যাংক, লালদীঘি শাখার ৪৬১ কোটি টাকা খেলাপী ঋণ আদায়ের মামলায় আরএসআরএম গ্রুপের মালিক মাকসুদুর রহমানের মডার্ন স্টিল মিলসের বিরুদ্ধে রায় প্রচার করেছে আদালত। রায়ে আগামী ৬ মাসের মধ্যে উক্ত টাকা পরিশোধের আদেশ দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।

 

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিবাদীর আবেদনের প্রেক্ষিতে এবং হাই কোর্টের নির্দেশ মোতাবেক একাউন্টস অডিটর নিয়োগ করা হয়। অডিটর বাদীর দাবি সঠিক মর্মে রিপোর্ট দাখিল করেন। এরই ধারাবাহিকতায় বিচারক এই রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালে সোনালী ব্যাংক, লালদীঘি শাখার পক্ষ থেকে মডার্ন স্টিল মিলস এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, চার পরিচালক ও রতনপুর অক্সিজেন লিমিটেডের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। চার পরিচালক হলেন, মাকসুদুর রহমান, মো. আলা উদ্দিন, ইউনুছ ভূঁঞা ও মারজানুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে আগুনে পুড়ল ছয় বসতঘর
পরবর্তী নিবন্ধরমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে অভিযান