রনির থেকে অস্ত্র উদ্ধার হতে দেখেননি বিজিবির ৪ সদস্য

আদালতে সাক্ষ্য গ্রহণ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ জুন, ২০২৩ at ৪:৪১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ভোট কেন্দ্রের পাশ থেকে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির কাছ থেকে অস্ত্র উদ্ধার মামলায় সাক্ষ্য দিয়েছেন চার বিজিবি সদস্য। অস্ত্র উদ্ধার ঘটনা সচক্ষে দেখেননি বলে সাক্ষ্যে বলেছেন তারা। গতকাল চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শহীদুল্লাহ কায়সারের আদালতে চার বিজিবি সদস্য সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন, সৈনিক আতিউর রহমান, সাইদুর রহমান, শিশির ও সফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরজাহান ইসলাম মুন্না আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চার বিজিবি সদস্য চাক্ষুষ সাক্ষী না। তারা পরোক্ষ সাক্ষী। অস্ত্র উদ্ধার ঘটনার সময় তারা বাইরে সঙ্গীয় ফোর্স হিসেবে মোবাইল কোর্ট টিমের গাড়িতে বসা ছিলেন। তারা ঘটনা সচক্ষে দেখেননি। আদালতকে তারা এমন কথায় বলেছেন।

আইনজীবী আরো বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট রয়েছে আরো ১০ জনের সাক্ষ্য। আগামী ৩ আগস্টও সাক্ষ্যের জন্য তারিখ রয়েছে। আদালতসূত্র জানায়, ২০১৬ সালের ৭ মে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের একটি কেন্দ্রের পাশ থেকে অস্ত্র, গুলি ও ব্যালট পেপারে ব্যবহৃত একটি সিলসহ নুরুল আজিম রনিকে আটক করে বিজিবি। পরে মোবাইল কোর্ট ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে ইউপি নির্বাচন আইনে তাকে দুই বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া তার বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। তদন্ত শেষে হাটহাজারী থানা পুলিশ ১৯ জুন রনির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে ২০১৭ সালের সাত আগস্ট তার বিরুদ্ধে বিচার শুরু করে আদালত।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধঅস্থাবর সম্পত্তির বিপরীতে মিলবে ঋণ, বিল সংসদে