কুহু ডাক কেন দাও
তুমি কি বিরহ কোকিল?
যদি তাই হও
সব ডাক তুমি দাও
আমি বিরহী কাঙাল।
যদি ভাবো দেবেই উড়াল
তবে যাও-
যে সাল্তানাত সুখ প্রত্যাশায়
জ্বলছে, তাতে দাও আমাদের
জল-প্রপাত।।
অনুজীব মহামারি এসে
খুঁটে খুঁটে খায় মানবীয় গুণ,
সব মানুষ এক নয় দূরত্ব অনেক
তবুও তো মানবতায় রক্ত রং
লাল এক।