যোগ্য প্রার্থী চাই

মর্জিনা হক চৌধুরী পপি | সোমবার , ২৫ জানুয়ারি, ২০২১ at ৯:০৭ পূর্বাহ্ণ

ভোট ভোটারের নিজস্ব আমানত। এ আমানত যোগ্য প্রার্থী বা যোগ্য রাজনৈতিক দলের পক্ষে পড়বে এটাই স্বাভাবিক,টেনশন করার কিছু নাই। ড. মহাথির মোহাম্মদ একাধারে ২২ বছর (১৯৮১-২০০৩) মালয়েশিয়া রাষ্ট্রক্ষমতায় থেকে ঐ দেশকে উন্নয়নের উচ্চ শিখরে পোঁছে দিয়েছিলেন বিধায় প্রায় ৯৩ বছর বয়সে ঐ দেশের মানুষ আবার জোর করেই রাষ্ট্রক্ষমতায় আসীন করেছে তাঁকে। এ থেকে সবারই শিক্ষা নেওয়া প্রয়োজন। দেশের স্বার্থে কাজ করলে ভোটারের পেছনে দৌড়াতে হয় না। বর্তমানে কুলষিত পরিবেশে ভালো রাজনীতি দুর্নীতিবাজ, খুনি সন্ত্রাসী ও চাঁদাবাজদের দখলে চলে যাচ্ছে। ভালো প্রার্থী পাওয়া দুষ্কর। অথচ জনগণ চায় সৎ, শিক্ষিত, চরিত্রবান, আদর্শিক ও সমাজসেবার মানসিকতাসম্পন্ন যোগ্য মানুষ জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হোক। যিনি সকল পেশার মানুষকে এক চোখে দেখবেন। যিনি দলের উর্ধ্বে উঠে সার্বিক উন্নয়নে কাজ করবে, যিনি জনগণের অধিকার নিয়ে ভাববেন। যিনি জনগনের সকল সমস্যা সমাধানে এগিয়ে আসবেন। যিনি সুখে- দুঃখে জনগণের পাশে থাকবেন কেবল তিনিই জনপ্রতিনিধি হওয়ার অধিকারী।

পূর্ববর্তী নিবন্ধকলিম উল্লাহ মাস্টার স্কুল কেন্দ্রে সিটি নির্বাচনে বাড়তি নিরাপত্তা চাই
পরবর্তী নিবন্ধশিক্ষাপ্রতিষ্ঠান খোলার অনুরোধ ও বিশেষ প্রস্তাবনা