যুব সমাজকে সত্যের পথে আনতে কাজ করছে মুনিরীয়া যুব তবলীগ

এশায়াত মাহফিলে বক্তারা

| শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

মুনিরীয়া যুব তবলীগ কমিটির উদ্যোগে বায়েজিদস্থ আরেফিন নগরে মাসব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও পবিত্র ফাতেহা-এ ইয়াজদাহুম পালন উপলক্ষে গতকাল শুক্রবার বাদে মাগরিব মসজিদে গাউছুল আজম মুনিরী (রা.) প্রাঙ্গণে ৩১তম সমাপনী এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কমিটির ছিপাতলী, গুমানমর্দন, নাঙ্গলমোড়া, বদু মুন্সিপাড়া ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার যৌথ উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মুহাম্মদ খালেদের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম ও মুহাম্মদ জমির উদ্দিন। এতে বক্তারা বলেন, আধ্যাত্মিক চেতনা বিকাশের মাধ্যমে যুব সমাজের নৈতিক অধঃপতন রোধ করে তাদেরকে সচ্চরিত্র গঠনে শতাব্দীর শ্রেষ্ঠ সংস্কারক খলিফায়ে রাসুল কাগতিয়ার গাউছুল আজম প্রতিষ্ঠা করেন আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ। প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠন যুব সমাজকে ইসলামের সত্য, সুন্দর ও শৃঙ্খলার পথে ধাবিত করতে এবং সমাজ থেকে অশ্লীলতা ও বেহায়াপনা দূর করতে নানা আধ্যাত্মিক কর্মসূচি নিয়ে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে।
মুহাম্মদ সাজিদ আহমেদের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন, মাওলানা মুহাম্মদ আব্দুল হক, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরি, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, মাওলানা এইচ এম আবু বক্কর, শফিউল আজম শুক্কুর, মুহাম্মদ সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইকবাল হোসেন তালুকদার, হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন আরিফ, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ আবুল হায়াত তালুকদার, মুহাম্মদ শাহ আজিজ, ইঞ্জিনিয়ার মুহাম্মদ শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাজ্জাদুর আমিন, মুহাম্মদ জাহিদুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ মালেক, মাওলানা মুহাম্মদ আলীম উদ্দিন, ইঞ্জিনিয়ার মাহমুদুল করিম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ রিদওয়ান আলম আদনান, মুহাম্মদ জিয়াউল হক, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ খোরশেদ, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ তৌহিদ আনোয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধনগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা কাল
পরবর্তী নিবন্ধএশিয়ান আবাসিক স্কুল ও কলেজে শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা