যুবলীগ ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে

শান্তি সমাবেশে বক্তারা

| শনিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:২৯ পূর্বাহ্ণ

বোয়ালখালী পোপাদিয়া ইউনিয়ন যুবলীগ : দেশব্যাপী বিএনপিজামাতের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ গতকাল শুক্রবার স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পোপাদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ নুর মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর। বিশেষ

 

অতিথি ছিলেন পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বাপ্পি, সাংবাদিক সেকান্দর আলম বাবর, দক্ষিণ জেলা তাঁতী লীগের সভাপতি দিদারুল আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা মো. ইব্রাহীম, উপজেলা যুবলীগের

ভারপ্রাপ্ত সভাপতি সায়েম কবির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সাইদুল আলম, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সরওয়ার আলম, মো. নোমান, সরফরাজ লিমন, এরশাদ চৌধুরী, গিয়াস উদ্দিন সুমন, আবু জাহেদ, মুজিব দৌল্লা, সিমুল খান, সুজা উদ্দিন জুয়েল, সমির নাথ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান

অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে আজ বাংলাদেশের উন্নয়ন প্রশংসিত হলেও বিএনপি জামাত দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। তাদের নৈরাজ্য ও তাণ্ডব প্রতিহত করতে যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে মাঠে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে।

কর্ণফুলী উপজেলা যুবলীগ : পটিয়া প্রতিনিধি জানান, কর্ণফুলী উপজেলা যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ আখতারুজ্জামান চত্বরে গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সহ সভাপতি

সাইফুল ইসলাম, মাঈনুদ্দীন চৌধুরী, আবিদ হোসেন, নুরুল আমিন। হাজী সেলিম হকের সভাপতিত্বে ও তারেক হাসান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জি এম আনু মিয়া, শহীদুল্লাহ শহীদ, মোহাম্মদ আলমগীর কবির, ইঞ্জিনিয়ার সেলিম, মোহাম্মদ সেলিম, সরোয়ার কবির, মোহাম্মদ আব্বাস, সিরাজুল ইসলাম রিদয়, আলাউদ্দিন মিয়া, দেবরাজ রতন, শফিকুল কুদ্দুস মনি, হাসান মুরাদ সাগর, আলমগীর বাদশা, মোহাম্মদ শহীদ, ওয়াজ উদ্দীন

আজাদ, সেলিম উদ্দীন, সুমন মেম্বার, সাজ্জাদ খান সুমন মেম্বার, পেয়ারু মেম্বার, বাহাদুর মেম্বার, জাহাঙ্গীর পাটোয়ারী মেম্বার, মাহবুবুল হক সুমন মেম্বার, শাহাদাত হোসেন রিটন, ফখরুল আবেদীন জিকু, মোহাম্মদ মাসুদ উদ্দীন, আবদুল্লাহ আল সুমন, তৈয়ব, মোহাম্মদ সাহাবুদ্দীন, জাহাঙ্গীর আলম, আবদুল্লাহ

আল মামুন, জিয়া উদ্দীন রিপন, মোহাম্মদ ফয়সাল, নেজাম উদ্দীন, এম এ রহিম, রাশেদ রানা, পেয়ার আহমদ, আনোয়ার সাদাত মোবারক, সোলাইমান কবির, শাহনেওয়াজ মামুন, মেকতার হোসেন হিরু, জাবেদ উদ্দীন চৌধুরী, লোকমান হাকিম, তৌহীদুল আলম জেকী, দিদারুল আলম শুভ, মোহাম্মদ এনাম, মুজিবুল হক সুমন প্রমুখ।

বাঁশখালী যুবলীগ : বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলা ও পৌরসভা যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও র‌্যালি শুক্রবার আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে অনুষ্টিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুরিদল আলম মুরাদ। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ..ম ফরহাদুল আলম,

অতিথি ছিলেন জাহিদুল হক চৌধুরী মার্শাল। মো. হামিদ উল্লাহর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন আবু রাশেদ মুনির, ফরিদ আহমদ, উত্তম কুমার কারন, মাওলানা আকতার হোছাইন, মাহমুদুল ইসলাম, গাজী আনোয়ারুল ইসলাম, মিজানুর রহমান, রাকেশ দাশ গুপ্ত, মো. রায়হান প্রমুখ। আলোচনা শেষে এক বিক্ষোভ র‌্যালি বাঁশখালীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সাতকানিয়া এওচিয়া ইউনিয়ন যুবলীগ : বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাতকানিয়া উপজেলায় মাদার্শা ও এওচিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। দেওদীঘি বাজার সংলগ্ন সিএনজি পাম্প থেকে শুরু করে শান্তি মিছিলটি দেওদীঘি বটতল হয়ে দেওদীঘি

মোড়ে এসে শেষ হয়। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহসভাপতি মুর্তজা কামাল মুন্সি, সহসভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সাংগঠনিক

সম্পাদক আ ন ম ফরহাদুল আলম, সাতকানিয়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নঈম মুহাম্মদ সেলিম, হারেজ মুহাম্মদ, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি মোহাম্মদ আনিচ, সাধারণ সম্পাদক

মোহাম্মদ জাবেদ ইকবাল। এওচিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহ আলমের সভাপতিত্বে সমাবেশ আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য আবু ফয়েজ, আবুল হোসন মনু, নাছির উদ্দিন, মোহাম্মদ আলী, আরফাত হোসেন, মোহাম্মদ আরিফ, শফিকুল ইসলাম পলাশ, দেলোয়ার হোসেন বেলাল, মিজানুর

রহমান মিজান, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ আনোয়ার, শাহাদাত হোসেন লিটন, আব্দুর রহিম জয়, মোহাম্মদ মনজুর, আব্দুল হালিম উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখুলনায় ডিআইআরআই আন্তর্জাতিক ছবি প্রদর্শনী শুরু
পরবর্তী নিবন্ধইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদায় ভূষিত করেছে