যুগে যুগে মহামানবরা পৃথিবীতে আসেন শান্তি প্রতিষ্ঠার জন্য

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবে মেয়র

| রবিবার , ৫ জুন, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, যুগে যুগে মহামানবরা পৃথিবীতে আবির্ভূত হন সাম্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য। তাঁরা মানবতাকে প্রতিষ্ঠা করে মানুষে মানুষে সৌভ্রাত্বের বন্ধন রচনা করেন। যুগপুরুষ লোকনাথ ব্রহ্মচারীও এসেছেন সত্য, সুন্দর ও মঙ্গলের বার্তা নিয়ে। তিনি মানবতার কল্যাণে সর্বধর্মের ভ্রাতৃত্বের সন্ধানে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন।

তিনি গত ৩ জুন জেএম সেন হলে বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম-চট্টগ্রাম আয়োজিত লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেবক ফোরামের সভাপতি শিবু প্রসাদ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অধ্যক্ষ রবীশ্বরানন্দ পুরী মহারাজ। প্রধান বক্তা ছিলেন চবি ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. প্রফেসর সুকান্ত ভট্টাচার্য।

স্বাগত বক্তব্য রাখেন সেবক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ভবরঞ্জন বণিক। সজল দত্তের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাফুফে’র ক্রীড়া বিষয়ক কমিটির সদস্য সত্যজিৎ দাশ রূপু, মহানগর পূজা পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। বক্তব্য রাখেন সুদর্শন চক্রবর্তী, অসিত সেন, বিশ্বজিৎ দেব, পিন্টু দত্ত তমাল, উত্তম কুমার শীল। এতে বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন অ্যাড. চন্দন তালুকদার। উপস্থিত ছিলেন ডা. তিমির বরণ চৌধুরী, কাউন্সিলর পুলক খাস্তগীর, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, শ্যামল কুমার পালিত, সুমন দেবনাথ, শ্রীপ্রকাশ দাশ অসিত, অ্যাড. নটু চৌধুরী, কমলেশ ধর, রতন চক্রবর্তী, বাপ্পী নন্দী, মানিক চক্রবর্তী, অধ্যাপক রতন দাশ, ডা. নেহেরু লাল ধর, শিবুনাথ বিশ্বাস, প্রকৌশলী কাজল শীল, রতন ভট্টাচার্য, সুকান্ত মহাজন টুটুল, লিটন দাশ, এস প্রকাশ পাল, স্বপন বৈষ্ণব, প্রেমসুন্দর বৈষ্ণব, ডা. অপূর্ব ধর, সুভাষ বিশ্বাস সুকান্ত, প্রদীপ দত্ত কনক, সুজন শীল, রতন ঘোষ, স্বরূপ শীল, নুপুর দাশ প্রবীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরম আলী পথপ্রদর্শক হয়ে থাকবেন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে কাভার্ড ভ্যানসহ কাঠ জব্দ আটক ৬