বাঁশখালীতে আগুনে পুড়ল পাঁচ দোকান, দগ্ধ ২ শিশু

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৭ মে, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

বাঁশখালী পৌরসভার উত্তর জলদী অলি মিয়ার দোকান এলাকায় গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে। এ সময় দগ্ধ হয়েছে দুই শিশু। আহত দুই শিশু হলো উত্তর জলদীর বনিক পাড়া এলাকায় রতন শীলের ছেলে নয়ন শীল ও রনজিত শীলের ছেলে মোহন শীল। তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। তারা বর্তমানে চমেক হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, অগ্নিকাণ্ডে জাহির ও বেলালের মোটর পার্টসের দোকান, আবু ছালেকের মুদির দোকান, মৌ. জসিমের লাইব্রেরি ও অদয়ের সেলুন পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বাঁশখালী পৌর মেয়র এসএম তোফাইল বিন হোছাইন বলেন, অগ্নিকাণ্ডের পর আমি ঘটনাস্থলে ছিলাম। যারা আহত হয়েছে তাদের পরিবারের সাথে কথা বলেছি, তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হবে বলে তিনি জানান।

অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম ভুইয়া শাওন ও প্রকৌশলী লিপটন ওম আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে পাহাড় ধসের শঙ্কা ঝুঁকিপূর্ণ বসতি ছাড়তে মাইকিং
পরবর্তী নিবন্ধদুদকে ড. ইউনূসের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ গ্রামীণ ব্যাংকের