যুগে যুগে আউলিয়াগণ মানুষকে হেদায়তের পথে আকৃষ্ট করেছেন

সাবানঘাটায় এশায়াত মাহফিলে অধ্যক্ষ সৈয়দ মুনির উল্লাহ্‌

| শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৮:৪২ পূর্বাহ্ণ

কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম আওলাদে রাসূল অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ মুনির উল্লাহ্‌ আহমদী (মা.জি..) বলেছেন, যুগে যুগে আউলিয়ায়ে কেরামগণ ইসলামের সৌন্দর্য বিলিয়ে মানুষকে বিমোহিত করে হেদায়তের পথে আকৃষ্ট করেছেন। নবীজির এশকের সৌরভ ছড়িয়ে পথভ্রষ্ট মানুষদের সিরাতুল মোস্তাকিমের পথে আহবান করেছেন। তেমনি চৌদ্দশত বছর পর এসে প্রিয় নবীজিকে ভালোবাসার বেনজির দৃষ্টান্ত স্থাপন করলেন হযরত গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু।

মানবদরদী এই মহান মনীষী দিশাহীন মানুষদের অভীষ্ট লক্ষ্য মনজিলে মকছুদে পৌঁছানোর জন্যে প্রতিষ্ঠা করেছেন রাসুলনোমা তরিক্বত। যার বদৌলতে অসংখ্য পথহারা যুবকরা পাচ্ছে হেদায়তের নূর।

নবীজির বাতেনি নূরের তাওয়াজ্জুহ দিয়ে লাখো লাখো যুবকের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করেছেন। পবিত্র জশ্‌নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (.) উদ্‌যাপন ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ) স্মরণে গতকাল শুক্রবার বাদে আসর হতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৩নং চান্দগাঁও শাখার উদ্যোগে আয়োজিত এশায়াত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ আওলাদে রাসূল (.) আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন।

সংগঠনের জেদ্দা শাখার সভাপতি মুহাম্মদ শওকত ইমরানের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. জালাল আহমদ, মাওলানা মুহাম্মদ রকীব উদ্দিন, উপাধ্যক্ষ মুহাম্মদ সাইফুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমারকাযুল আনোয়ার ইসলামিক ইনস্টিটিউটের সবক প্রদান
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার