যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

আজাদী ডেস্ক | বুধবার , ৫ জুলাই, ২০২৩ at ৬:৫৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, এই ঘটনায় দুই শিশুসহ আহত হয়েছেন আরও ৮ জন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় গত সোমবার রাত ৮টার সময় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের কিংসেসিং এলাকায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এক সন্দেহভাজনকে পুলিশ আটক করেছে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সংবাদপত্রগুলো জানায়, সন্দেহভাজন আটক ওই ব্যক্তি ব্যালিস্টিক ভেস্ট পরা ছিলেন। তার কাছে একটি রাইফেল এবং হ্যান্ডগান ছিল। পুলিশ একাধিক স্থানে নিহত ও আহতদের খুঁজে পেয়েছে।

ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের একজন মুখপাত্র বলেন, পুলিশ প্রথমে গুলিতে নিহতদের খুঁজে পায়। পুলিশ যখন ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন তারা একাধিক গুলির শব্দ শুনতে পান। পুলিশ তখন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তিনি আত্মসমর্পণ করেন। সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি এবং পুলিশ এখনও সম্ভাব্য উদ্দেশ্য অনুসন্ধান করছে। ক্ষতিগ্রস্তদের সাথে হামলাকারীর কোনো পরিচিত সংযোগ নেই এবং কোনো স্পষ্ট উদ্দেশ্য ছাড়াই এলোমেলোভাবে গুলি চালানো হয়েছে বলে ধারণা পুলিশের। ওই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা যতটা সম্ভব এলাকা জুড়ে প্রচার করছিসাক্ষীদের শনাক্ত করতে, ক্যামেরা কোথায় আছে তা শনাক্ত করতে এবং এই ঘটনার পিছনের কারণ খুঁজে বের করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।

এ ঘটনায় বন্দুকসহ অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, ওই ব্যক্তি হামলাকারীর দিকে গুলি চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের দুজনের কোনো সম্পর্ক আছে কিনা তা স্পষ্ট নয়।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ীতে কয়লা নিয়ে ভিড়লো এলএমজি অ্যাটলাস
পরবর্তী নিবন্ধকমপ্লেক্সের স্থান নির্বাচন নিয়ে রশি টানাটানি