ম্যাজিস্ট্রেট আসার খবরে বিয়ের আসর থেকে পালাল বর-কনে

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ৬:৪৩ পূর্বাহ্ণ

কমিউনিটি সেন্টারে চলছিল বিয়ের আয়োজন। এর মাঝে এসিল্যান্ড আসার খবরে বিয়ের আসর থেকে পালালো বরকনে। বাল্যবিবাহের অভিযোগে এ বিয়ে বন্ধ করে দেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জানান, সকালে ইউএনও স্যারের কাছ থেকে উপজেলার চরপাথরঘাটায় একটি বাল্যবিবাহের খবর জানতে পেরে স্যারের নির্দেশে এলাকার ইউপি সদস্যকে মুঠোফোনে বিবাহ বন্ধের নির্দেশ দিই। পরে জানতে পারি, বিয়ের আসর থেকে বরকনে পালিয়ে যায়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার বলেন, ১৬ বছর বয়সী এক মেয়ের বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে কমিউনিটি সেন্টারে ফোন করে বিয়ে বন্ধ করে দেয়া হয়। অন্যথায় বাল্যবিবাহ নিরোধ আইন২০১৭ এ দুই পরিবারকে আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধআট মোটরসাইকেলে ১৫ বন্ধু যাচ্ছিল কক্সবাজার
পরবর্তী নিবন্ধকর্ণফুলী নদীতে পিলারবিহীন সেতু নির্মাণের পরিকল্পনা