ম্যাচের আবহে এবার ক্রিকেটারদের অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২০ at ৭:২৯ পূর্বাহ্ণ

শ্রীলংকা সফর আদৌ হবে কিনা তা এখনো নিশ্চিত নয় বাংলাদেশ দলের। কবে শ্রীলংকার উদ্দেশ্যে রওয়ানা দেবে টাইগাররা তাও নিশ্চিত হয়নি এখনো। তারপরও মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করে যাচ্ছে ক্রিকেটাররা। গতকাল টাইগারদের দলীয় অনুশীলনের পঞ্চম দিন পার হলো। তবে প্রতিদিনের চেয়ে গতকাল একটু ভিন্নভাবে অনুশীলন শুরু করে ক্রিকেটাররা। ম্যাচের আবহে দুই ভাগ হয়ে ক্রিকেটাররা অনুশীলন সারেন। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার মাঠের দুটি উইকেটে চার জন ব্যাটসম্যান ব্যাটিং করতে নামেন। এক পাশে সাদমান ইসলাম ও তামিম ইকবাল নতুন বলে অনুশীলন করেন ম্যাচের আদলে। তাদেরকে বোলিং করেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। আর ফিল্ডিংয়ে ছিলেন নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, নাইম হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান।
অন্য উইকেটে পুরনো বলে ব্যাটিংয়ে নামেন মোহাম্মদ মিঠুন ও ইয়াসির আলী রাব্বি। তাদের বোলিং করেছেন রুবেল হোসেন, আল আমিন হোসেন ও সৌম্য সরকার। ফিল্ডিং করেন লিটন দাস, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, সৈয়দ খালেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাইজুল ইসলাম। এই চার ব্যাটসম্যানের ব্যাটিং শেষ হলে জুটি বেঁধে ব্যাটিং করতে নামেন মুশফিক ও রিয়াদ এবং মুমিনুল ও শান্ত। বোলারদের পরিবর্তন করে দেওয়া হয়। এভাবেই চলে পুরো অনুশীলন পর্ব। পেসার ও স্পিনার সবাই বোলিং করেন পর্যায়ক্রমে। মূলত নিজেদের প্রস্তুত রাখতে চলছে ক্রিকেটারদের এই অনুশীলন। তবে গতকালের ম্যাচের আবহে হওয়া অনুশীলনে ক্রিকেটাররাও বেশ খুশি। এরফলে নিজেদের এক রকম ম্যাচ প্র্যাকটিসের মত হয়ে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধযুবাদের প্রাথমিক দলে ২৮ ক্রিকেটার
পরবর্তী নিবন্ধভরিপ্রতি ২৪৫০ টাকা কমলো স্বর্ণের দাম