মৌলভী সৈয়দ মুক্তিযুদ্ধের ইতিহাসে অমলিন এক অধ্যায়

স্মরণসভায় মেয়র

| শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মৌলভী সৈয়দ আহমদ আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে অমলিন এক অধ্যায়। মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহর রণাঙ্গনে মৌলভী সৈয়দ আহমদের অবদানের কথা বলে শেষ করা যাবে না। তিনি চট্টগ্রাম শহরে চারশটি ছোট-বড় গেরিলা অপারেশনে অংশগ্রহণ করেন।
গতকাল শুক্রবার বিকেলে নগরীর দেওয়ানহাটস্থ ভান্ডার মার্কেটে শহীদ মৌলভী সৈয়দ আহমদের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শহীদ মৌলভী সৈয়দ আহমদ স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংসদের সভাপতি মো. আকরাম হোসেন সবুজের সভাপতিত্বে ও শাহ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, সৈয়দ মাহমুদুল হক। বক্তব্য দেন, আবদুর রাজ্জাক, আব্দুল লতিফ, মহিউদ্দিন বাচ্চু, সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, সিরাজুল ইসলাম, কাউন্সিলর নাজমুল হক ডিউক, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, সনাৎ বড়ুয়া, নঈম উদ্দিন খান, চেমন আরা, জেবুন্নাহার প্রমুখ।
বাঁশখালী : মৌলভী সৈয়দ আহমদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাঁশখালী শহীদ মৌলভী সৈয়দ স্মৃতি সংসদের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। সকালে শহীদের কবরে পুষ্পস্তপক অর্পণ, কোরানখানি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুরে লালজীবন প্রাথমিক বিদ্যালয় হলে সংগঠনের সভাপতি দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, দক্ষিণ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক, ডা. সাইফুল ইসলাম, জহির উদ্দীন বাবর, আবুল হাসেম, মাসুদ, সিরাজ দ্দৌলা খোকা, আতাউল্লাহ, সাজ্জাদ শাওন, ফরহাদ হোসেন, মো. আরিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু হত্যাকারীদের দায়মুক্তি সবচেয়ে বড় জঘন্য অপরাধ
পরবর্তী নিবন্ধচবি চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের ফ্রি বাস সার্ভিস