মেয়েদের নিরাপত্তা কোথায়

হাকিমুন নেছা | বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৮ পূর্বাহ্ণ

যেখানে মেয়েরা ঘরে নিরাপদ নয় বাহিরে কী করে নিরাপদ থাকবে? অদিতি ঘরে থেকেও ধর্ষণ আর খুন হলো! যখন একটা মেয়েকে ধর্ষণ বা ইভটিজিং করা হয় তখন সমাজের কিছু লোক বলে মেয়েদের অশালীন পোশাকের কারণে এসব হয়। সমাজে যেসব লোক মেয়েদের পোশাক, চলাফেরা ও মেয়েদের টাকার লোভ বলে বিভিন্ন আলোচনা, সমালোচনা করেন তারা অন্তত একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন আসলে কি আমরা মেয়েদের কারণে এসবের শিকার হচ্ছি নাকি কিছু মানুষরূপী জানোয়ার আর কিছু পুরুষজাতিকে কলঙ্কিত করতে কিছু পুরুষরূপী কাপুরুষের কারণে সমাজে এসবের শিকার হচ্ছি? কিছু কাপুরুষের কারণে কিছু ভালো বাবা, ভাই, বন্ধুদেরও আজ কলঙ্কিত হতে হচ্ছে। এসবের দায়ভার কে নেবে? আমাদের বাংলাদেশে আসলে কি মা, বোন, মেয়ে, বউ এদের কোনো নিরাপত্তা নেই? যারা এই ধর্ষণ, খুন, ইভটিজিং করে তাদের শুধু গ্রেফতার করে জেলে নিয়ে গেলেই কি বিচার শেষ? এসব নরপশুগুলো কি করে জামিন পাই!
সরকার ও বাংলাদেশের আইনের প্রতি আকুল আবেদন এসব ধর্ষক, খুনী, ইভটিজিংকারীদের এমন কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক যাতে ওদের শাস্তি দেখে পরবর্তীতে কেউ এসব জঘন্য কাজ করতে সাহস না পাই।

পূর্ববর্তী নিবন্ধএম এ মালেকের নেতৃত্বে আজাদী এগিয়ে যাক যুগ যুগ
পরবর্তী নিবন্ধসক্রিয় হোক আমাদের ক্রীড়াঙ্গন