এম এ মালেকের নেতৃত্বে আজাদী এগিয়ে যাক যুগ যুগ

ওসমান এহতেসাম | বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৮ পূর্বাহ্ণ

এম এ মালেককে চিনেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক। শুধু মাত্র আজাদীর সম্পাদক বলেই যে তিনি পরিচিত মুখ এমনটা নয়, তিনি বাংলাদেশের একজন আলোকিত মানুষ। যার আলোয় আলোকিত পুরো বাংলাদেশ। তিনি এদেশের একজন সফল ও সাহসী সাংবাদিক। ১৯৭১ সালে জনমত সৃষ্টি করে মহান মুক্তিযুদ্ধে তিনি গুরু দায়িত্ব পালন করেছিলেন। শুধু কি সাংবাদিকতায়? সমাজ সেবায়ও যে তার অবদান উচ্চতায়। যে কোনো সামাজিক সমাজ উন্নয়নমূলক কাজে ছুটে যান তিনি। বক্তব্যও দেন তরুণের মতো করে, যেন তরুণরা শক্তি পায়। কারোর বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতেও পিছপা হন না এই প্রিয় সম্পাদক। সাদা মনের প্রিয় মানুষটি আমার ব্যক্তিত্ব। তার অগণিত পদবী ও হাজারো গুণ আমি ছোট্ট মানুষটির পক্ষে বিশ্লেষণ করা সম্ভব নয়। সর্বজনীন শ্রদ্ধেয় আমাদের প্রিয় মানুষটি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য একুশে পদক পাওয়ায় আমার সম্পাদনায় প্রকাশিত মাসিক স্বপ্নের বাংলা ও শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের বাংলা শিক্ষার্থী ফোরাম এর পক্ষ হতে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর দৈনিক আজাদীর পথচলা শুরু হয়েছিল। ৬৩ বছর সংবাদপত্রের ইতিহাসে খুব অল্প সময় নয়, অনেক সময়। সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক আজাদী ৬৩ বছরে পদার্পণ করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

পূর্ববর্তী নিবন্ধদৈনিক আজাদীর বর্ষপূর্তিতে শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধমেয়েদের নিরাপত্তা কোথায়