মেয়াদোত্তীর্ণ বিপুল গুঁড়ো দুধ জব্দ

এনজিএসের গোডাউন সিলগালা ৪ লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় এনজিএসের গোডাউনে ভোক্তা অধিকারের অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধ জব্দ করা হয়েছে।
এ সময় প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করে ঐ গুদামটি সিলগালা করে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেয়া এক কর্মকর্তা জানান, এই গোডাউনে দুই ধরনের গুঁড়ো দুধ ছিল।
নিউজিল্যান্ড, পোল্যান্ড থেকে আমদানি করা এক ধরনের গুঁড়ো দুধের মেয়াদ শেষ হয়ে গেছে ২০২১ সালে। আরেক ধরনের গুঁড়ো দুধের মেয়াদ শেষ হবে আর ৪ মাস পরেই। মেয়াদ শেষ হওয়া গুঁড়ো দুধগুলো সামনের বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে দুধগুলোর মেয়াদ আছে সেগুলোর সাথে মিশিয়ে নতুন প্যাকেট করার সময় ভোক্তা অধিকারের কর্মকর্তা হাতে নাতে ধরে ফেলে।
এ সময় কারখানার শ্রমিকরা এর কোন সদুত্তর দিতে পারেনি বলে জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আনিছুজ্জামান। তিনি জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ গোডাউনে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধ প্যাকেটজাত করার সময় তাদের হাতেনাতে ধরেছি।

পূর্ববর্তী নিবন্ধএবার কুড়িগ্রামে পাতিহাঁসের কালো ডিম নিয়ে মাতামাতি
পরবর্তী নিবন্ধসড়ক দখল করে দোকান নির্মাণ ও ভবনে জমাটবদ্ধ পানি