মেয়রের সাথে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

| শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:০২ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিকদের সহায়তা প্রয়োজন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে গণমাধ্যমের ভূমিকা চির স্মরণীয়। সত্যিকারের সংবাদ দেশের ও জাতির দিশারী। যার মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

নগর ভবনে আয়োজিত সভায় তিনি বলেন, সাংবাদিকেরা সমাজের চোখ আর গণমাধ্যম সমাজের দর্পণ। এ কারণে মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের মাধ্যমে আমি নিয়মিত জনগণের সুখদুঃখের কথা জানতে পারি। আমার দিন শুরু হয় সংবাদপত্র পড়ে। মেয়র আরো বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের অগ্রযাত্রায় চসিক সবসময় পাশে থাকবে। সদস্যদের কল্যাণে একটি জায়গা বরাদ্দের জন্যও উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তিনি।

স্বাগত বক্তব্য রাখেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদ। বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, যুগ্মসম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার এবং কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা
পরবর্তী নিবন্ধরটারড্যাম ফিল্ম ফেস্টিভালে ‘ষ’ দেখে উচ্ছ্বসিত দর্শক