ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা

চার ব্যক্তিকে জরিমানা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল নগরীতে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর হালিশহর রোড ও পোর্ট কানেক্টিং রোডের অংশ ও ফুটপাত দখল করে লোহার ওয়েল্ডিংয়ের কাজ করা, হোটেলের চুলা বসানো ও ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে চার ব্যক্তিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাকর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে স্যোসিওলজি বিভাগের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধমেয়রের সাথে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়