মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও বেশি দামে পণ্য বিক্রি

চকবাজারের তিন দোকানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৪:৪৯ পূর্বাহ্ণ

নগরীর চকবাজারের ভোগ্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। পেঁয়াজসহ দ্রব্য মূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে পরিচালিত এই অভিযানে তিনটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকান তিনটি হচ্ছে, আল মদিনা ট্রেডার্স, গাউসিয়া ট্রেডার্স এবং মেসার্স ছগির স্টোর। ভোক্তার কাছ থেকে নির্দিষ্ট দামের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রিয়, মূল তালিকা না থাকা এবং মেয়াদোর্ত্তীন লাইসেন্সের কারণে এই তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন অভিযানের নেতৃত্ব দেন। অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট বলেন, মূলত দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ঠেকাতে চকবাজারে অভিযান চালিয়েছি। ২০ থেকে ২৫ টা ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। কৃষি বিপণন আইন ও ভোক্তা আইন অনুযায়ী ব্যবসা পরিচালিত হচ্ছে কী না তা যাচাই করেছি। তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে গাফিলতি পেয়েছি। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রয়, মূল্য তালিকা না রাখা এবং লাইসেন্সের মেয়াদ শেষের পরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার অপরাধ করেছে তারা। এ তিন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে বলেও জানান ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন। তিনি বলেন, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকেও আমরা সতর্ক করেছি। যাতে বাজারে সংকট তৈরি না করে। ব্যবসা করতে হবে আইন মেনে। এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। জেলা প্রশাসনসূত্র জানায়, অভিযানের সময় সিএমপির একটি টিম ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসড়কের কেন এই অবস্থা
পরবর্তী নিবন্ধপ্রিগোজিনকে নিয়ে নীরবতা ভাঙলেন পুতিন